
ফ্রিজ থেকে খাবার বের করে তাকগুলো খুলে নিন। বেকিং সোডা ও পানি মিশিয়ে একটি পেস্ট বানিয়ে সেটা দিয়ে পরিষ্কার করুন। পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। দূর হবে দুর্গন্ধ। একটি বাটি ভর্তি কফি, ওটস, লেবু, ভিনেগার কিংবা বেকিং সোডা রাখতে পারেন। এগুলো ফ্রিজের বাজে গন্ধ দূর করতে সাহায্য করবে।
১ ভাগ আপেল সিডার ভিনেগার ৩ ভাগ পানির সঙ্গে মিশিয়ে উচ্চতাপে জ্বাল দিন। ফুটে উঠলে নামিয়ে একটি হিট প্রুফ গ্লাসে ঢালুন। গ্লাসটি ফ্রিজে রেখে ঢেকে দিন। ৬ ঘন্টা পর বের করে ফেলুন।
টিপস:
ফ্রিজে খাবার চাপাচাপি করে রাখবেন না। খাবার ঢেকে রাখবেন সব সময় বিশেষ করে রান্না করা খাবার। দীর্ঘদিন ফ্রিজে খাবার রেখে দেবেন না।- নিয়মিত পরিষ্কার করবেন ফ্রিজ।