পূজার আনন্দে মেতেছেন নুসরাত

পূজার অনুষ্ঠানে গিয়ে নুসরাত সহজেই মিশে গেলেন মানুষের সঙ্গে। প্রসাদ খেলেন, ভক্তিভরে প্রণাম করলেন মা দুর্গাকে। হাতে তুলেও নিলেন ঢাকের কাঠি।

পূজার শুরুতেই বসিরহাটে নুসরাত জাহান। সপ্তমীর দিন নিজের সংসদীয় এলাকায় গেলেন বসিরহাটের জনপ্রতিনিধি।

ছাইরঙা সালোয়ার কামিজের সাজের মধ্যে ঝলমল করে উঠছে নুসরাতের সিঁথি ভরা সিঁদুর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন নায়িকা।


কিন্তু জনপ্রতিনিধি হওয়া বড় দায়। নায়িকা হওয়াও। সোশ্যাল মিডিয়ায় নুসরাতের এই ছবির কমেন্টবক্স ভরেছে বিরূপ মন্তব্যে। মুসলমান হয়ে তার সিঁদুর পরা নিয়ে কটাক্ষ করেন অনেকেই।

নেটিজেনরা অনেকেই লিখেছেন, ‘যিনি নিজের ধর্মকে সম্মান করতে পারেন না, তিনি অন্যদের ধর্মকে কি করে সম্মান করবেন!’

প্রতি উৎসবেই সমান খুশিতে গা ভাসান নুসরাত। এর আগে কালীপূজায় নুসরাত পৌঁছে গিয়েছিলেন বসিরহাটে। সেখানে গিয়ে ভোগ রান্নাতেও হাত লাগান তিনি।

কিছুদিন আগে নুসরাতকে ঘিয়ে অভিযোগ ছিল, তিনি নাকি বসিরহাট অঞ্চলে আসছেনই না। কিন্তু সেই অভিযোগ মুছে গিয়েছে। বারে বারেই বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বসিরহাটের মানুষদের পাশে থেকেছেন নুসরাত।

সোশ্যাল মিডিয়ার কটাক্ষ, রক্তচক্ষু পেরিয়েও বসিরহাটের মানুষদের হাত ধরেই পূজা শুরু করলেন নুসরাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *