ইঁদুর দূর করার যত উপায়

অনেক সময় ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ট হতে হয়। ইঁদুর দূর করার ঘরোয়া উপায় জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। আপনারা যারা ঘরে ইঁদুরের যন্ত্রণায় অস্থির তাদের জন্য এই আয়োজন।

ইঁদুরের বাসার আশেপাশে ও ঘরের কোণে বেকিং সোডা ছিটিয়ে রাখুন। দেখবেন মুক্তি মিলবে ইঁদুর থেকে। গোলমরিচ গুঁড়া করে ছিটিয়ে দিন রান্নাঘরে ও যেখানে ইঁদুর দেখা যায় সেখানে। পালাবে ইঁদুর।

মেন্থলের গন্ধ সহ্য করতে পারে না ইঁদুর। তুলার টুকরা মেন্থল তেলে ভিজিয়ে ইঁদুরের আনাগোনা বেশি এমন স্থানে রেখে দিন। ইঁদুর তো দূর হবেই, উপরন্তু মিষ্টি গন্ধে ভরে উঠবে ঘর!

রসুন কুচি করে পানিতে ভিজিয়ে রাখুন। সেই পানিটুকু ছড়িয়ে দিন ইঁদুরের বাসার আশেপাশে। ইঁদুর দূরে চলে যাবে।

পাতলা কাপড়ে লবঙ্গ নিয়ে রেখে দিন। ইঁদুর ঘেঁষবে না ধারে কাছে।

কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথালিন রেখে দিতে পারেন। ইঁদুর দূর হবে। গোটা কয়েক ন্যাপথালিন ছড়িয়ে দিতে পারেন ইঁদুরের বাসার আশেপাশেও।

ট্যালকম পাউডার অথবা বেবি পাউডার ছিটিয়ে দিতে পারেন ইঁদুরের বাসার আশেপাশে। মুক্তি মিলবে ইঁদুর থেকে।

দুই কাপ অ্যামোনিয়ার সঙ্গে ১০০ মিলি পানি ও দুই চা চামচ ডিটারজেন্ট পাউডার মেশান। মিশ্রণটি রেখে দিন যেখানে ইঁদুরের উপস্থিতি দেখা যায় সেখানে। দূর হবে ইঁদুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *