
অনলাইন
জাতীয় সারাবাংলা বিশ্ব বিনোদন খেলা জীবনযাপন ইসলামী জীবন ভাইরাল প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠা খবর শুভসংঘ
তাড়াশে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১৬ জুলাই, ২০২২ ১৪:৪৫
তাড়াশে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
Tweet
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে পণ্যবাহী দুটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
Kalerkantho
আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় জনতা ও হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী আরপি ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস খালখুলা নামক স্থানে পৌঁছলে বিপরীত মুখ থেকে আসা পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন